ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব ও পর্যাপ্ত আইসিইউ স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে।
সোমবার বেলা ১১টার সময় ‘করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওবাসী’র ব্যানারে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় করোনাভাইরাস পরিস্থিতি ও প্রখর রোদের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। নতুন প্রজাতির এই ভাইরাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং কার্যকরী কোন প্রতিষেধক বা টিকা যখন সুদূর প্রত্যাশী, রোগের বিস্তার রোধে অসহায় বিশ্ব যখন পুরোটাই নির্ভর করে আছে লকডাউন পদ্ধতি এবং সামাজিক দূরত্ব মেনে চলার উপর। তা কার্যকর করতে হলে ল্যাব টেস্টের ভিত্তিতে সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিহ্নিত করা এবং সেই অনুযায়ী অন্যদের থেকে আলাদা রাখা। কিন্তু শুধু মাত্র টেস্ট কম হওয়া ও রিপোর্ট পেতে বিলম্ব হওয়ার কারণে ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস ব্যাপক ও শঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা আরও বলেন, এখন সারাদেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। আমাদের প্রিয় জেলায় করোনা তার বিস্তার ব্যাপক হারে ছড়িয়েছে। জেলায় করোনা শনাক্তের জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠাতে হচ্ছে। এতে রিপোর্ট হাতে পেতে সময় লাগছে ৫ থেকে ৭ দিন। এর মধ্যে কোন ব্যক্তি করোনা সংক্রমিত হলো কিনা জানা যাচ্ছে না। ফলে আক্রান্ত ব্যক্তির আইসোলেশন বা চিকিৎসার সুযোগও তৈরি হচ্ছে না। এতে আক্রান্ত ব্যক্তি যেমন ঝুঁকিতে পড়েন, মারা যান; তেমনই অন্যদের মাঝে রোগটির সংক্রমণ বেড়ে যায়।
তাই অনতিবিলম্বে ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে ঠাকুরগাঁওবাসী।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগ নেতা মো: রওশন করোনাভাইরাসে মারা যাওয়ায় জেলার হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকাকে দায়ী করছেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি মো: মনসুর আলী, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলার সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হাবিব বাবু, জেলা উদীচীর সহ সভাপতি এম এস আহম্মেদ রাজু, নিরাপদ সড়ক চাই জেলার সভাপতি, আবু মহিউদ্দীন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখা প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত