ঠাকুরগাঁওয়ে বিগত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়া ২৫ জনের বাড়ি লকডাউন করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮ টায় সিভিল সার্জন ডা. মো.মাহফুজার রহমান সরকার প্রিয়দেশ নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৯ জনে। মৃত্যু হয়েছে ১ জনের। নতুন আক্রান্তদের মধ্যে ১৩ জন নারী, ১০ জন পুরুষ ও ২ জন শিশু।
ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন একই পরিবারের ৫ জনসহ মোট ১১ জন। একই পরিবারের ২শিশুসহ ৫ জন আক্রান্তদের বাসা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায়।
এছাড়া বাকি ছয়জনের মধ্যে শহরের গােয়ালপাড়ায় একজন, ডেনিশপাড়ার দুইজন, ঠাকুরগাঁও পুলিশ লাইন্সের পাশে একজন এবং রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন দুইজন। তাদের বাসা উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়ন ও ধনতলা ইউনিয়নে। হরিপুর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩ জন। বাসা আটঘরিয়া, কালচার এবং বহরমপুর গ্রামে। পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন। ২ জনের বাসা একান্নপুর ও জগথা এলাকায়। আক্রান্ত অপরজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।
রাণীশংকৈল উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫ জন। রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারী নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এটিই ঠাকুরগাঁও জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। বাকি চারজনের বাসা উপজেলার দুর্লভপুর, চাপা, বাসাইল ও লেহেম্বা গ্রামে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত