ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২ জন ও পীরগঞ্জ উপজেলায় একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা: মো: মাহাফুজুর রহমান সরকার।
করোনায় আক্রান্তদের মধ্যে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের দুইজন ও একজন পীরগঞ্জ উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় দুজন ও পীরগঞ্জ উপজেলায় একজন মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এ জেলা থেকে ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা: মো: মাহফুজার রহমান সরকার জানান: করোনায় আক্রান্ত তিনজনের বয়স ১৮ থেকে ৩১ বছর। তারা সবাই নারায়ণগঞ্জে গার্মেন্টেসে কাজ করতেন। তারা নারায়ণগঞ্জ থেকে সপ্তাহখানিক আগে জ্বর নিয়ে ঠাকুরগাঁওয়ে আসলে তাদের হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়।
তিনি জানান: শুক্রবার স্থানীয় স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে তাদের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে নমুনা পরীক্ষার প্রতিবেদন ওই তিন জনের সকলের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।
সিভিল সার্জন বলেন: আক্রান্ত তিনজনকে নিজ নিজ উপজেলায় আইসোলেশন রেখে চিকিৎসা দেয়া হবে। এছাড়া তাদের পরিবারের সবাইকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত