ঠাকুরগাঁওয়ে একদিনের ব্যবধানে একলাফে ৬৩ দশমিক ৩৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১০১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন এই শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৫৮ শতাংশ। আগের দিন ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় এন্টিজেন টেস্টে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের ও আরটি পিসিআর ল্যাবে ৬ জনের মধ্যে ৪ জনের মোট ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, সক্রিয় রোগীদের ৪০৭ জন হোম আইসোলেশনে রয়েছেন ও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জেলায় শুরু থেকে এ পর্যন্ত ৩২৩৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮২৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত মারা গেছেন ২৪২ জন।
০১ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে কেউ মারা যান নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত