ঠাকুরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

18

ঠাকুরগাঁওয়ে উৎসবমূখর পরিবেশে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে গতকাল শনিবার পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। কেন্দ্রগুলিতে টিকাগ্রহনকারী ব্যক্তিদের উপচে পরা ভীড় লক্ষ্য করা যায়।

ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান মোর্শেদ কামাল, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, পৌরসভার সচিব রাশেদুর রহমান, পৌর কাউন্সিলর আতাউর রহমান প্রমুখ।

সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার বলেন, সারা দেশের ন্যয় ঠাকুরগাঁও জেলাতেও অত্যন্ত উৎসবমূখর পরিবেশে, স্বাস্থ্যবিধি মেনে ও শান্তিপুর্নভাবে টিকাদান কর্মসূচী পালিত হচ্ছে। আজ জেলায় মোট ৩৭ হাজার ৮শ জনকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। জেলার ৫৩টি ইউনিয়নে ৫৩টি ও পৌরসভার ৩০টি সহ মোট ৮৩টি কেন্দ্রে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলবে। তবে ঠাকুগরাঁও সদর উপজেলার ৭টি ইউনিয়নে টিকাদান কার্যক্রম আজ হবে না, রোববার ওই ৭টি ইউনিয়নে টিকাদান কর্মসচী চলবে। পরে তিনি জেলার অন্যান্য উপজেলায় ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে জানান, পুরো জেলায় শান্তিপুর্নভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে। এই কর্মসূচীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের গণটিকাদান কর্মসূচী পালন করা হবে।