ঠাকুরগাঁওয়ে ইটভাটায় জমাকৃত মাটির ঢিবি থেকে একটি কষ্টি পাথরের খোদাই করা মূর্তি উদ্ধার হয়েছে।
বুধবার সন্ধার দিকে জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর জেএমকে ইটভাটার জমাকৃত মাটি থেকে এটি উদ্ধার করা হয় এবং বৃহস্পতিবার সকালে তা জেলা প্রশাসকের মাধ্যমে ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীসুত্রে জানাযায়, রাণীশংকৈলের বাজে বাকসা এলাকায় একটি পুকুর খনন করা হচ্ছে এবং সে মাটি মহেশপুর এলাকার জেএমকে ইটভাটায় ঢিবি করে রাখা হচ্ছে। বুধবার ইট শ্রমিকরা কাজের জন্য ঢিবি থেকে মাটি সংগ্রহ করতে গেলে মূর্তিটি দেখতে পায়। শ্রমিকরা এবং স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। পরে পুলিশ ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা ঘটনাস্থল থেকে ভাঙ্গা মূর্তিটি উদ্ধার করে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত