শনিবার (২ মে) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ে নতুন করে হরিপুর উপজেলায় ২জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১জনসহ মোট ৩জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিয়ষটি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
এসময় তিনি জানান,হরিপুরে আক্রান্তদের ১জন নারী ও ১জন পুরুষ, তাদের দু'জনেরই বয়স ২০ বছর এবং তারা নারায়ণগঞ্জ ফেরত। এছাড়া বালিয়াডাঙ্গীতে ১জন পুরুষ আক্রান্ত হয়েছেন তার বয়স ৫৫ বছর।
প্রসঙ্গত, এর আগে গত ১১ এপ্রিলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ জন ও পীরগঞ্জে ১জনসহ প্রথম ৩ জন করোনা রোগী সনাক্ত হয়। পরে ১৭ এপ্রিল রাণীশংকৈলে ১ জন শিশু ও হরিপুরে ১জন সনাক্ত হয়।
এর পর ১৮ এপ্রিল আবারো রাণীশংকৈলে ১জন সনাক্ত হয়। ২১ এপ্রিল সদরে ১জন নারী সনাক্ত হয়।২৬ এপ্রিল বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে গাজীপুরে গার্মেন্টস এ চাকুরী করা ২৭ বছর বয়সী ১ যুবক করোনায় আক্রান্ত হয়। ২৭ এপ্রিল জেলার হরিপুরে ৩ জন, পীরগঞ্জে ২ জন ও বালিয়াডাঙ্গীতে ১জনসহ মোট ৬ জন করোনা রোগী সনাক্ত হয়। ২৮ এপ্রিল হরিপুরে নতুন করে আরও ১জন করোনা রোগী সনাক্ত হয়।
৩০ এপ্রিল নতুন করে ডিএমপি তে কর্মরত ঢাকা থেকে আসা পীরগঞ্জ সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা এক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।
এছাড়া সিভিল সার্জন আরো জানান, পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁওয়ে সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। তবে এদের মধ্যে ৩ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন।
পরে তিনি সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত