ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে যুগ্ম সচিব

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ হামিদুল হক।

রোববার সদর উপজেলার নারগুন ইউপির কৃষ্ণপুরে অবস্থিত আশ্রয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি। জেলা প্রশাসনর আয়াজনে বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য দেন প্রধান অতিথি মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মোঃ হামিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সালমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, নারগুন ইউনিয়ন পরিষদের প্যানল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের এডভোকেসী ম্যানজার শাহ্ মোঃ আমিনুল হকসহ সুবিধাভোগীগণ। এ সময় হরিজন সম্প্রদায়ের ৪০ জন সদস্যর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। পরে প্রকল্প চত্বরে বিভিন ফলজ গাছের চারা রোপন করেন তিনি।