ঠাকুরগাঁওয়ে অকটেন পেয়ে মোটরবাইক চালকদের মনে কিছুটা প্রশান্তির এসেছে।
আজ জেলার ফ্লিলিং স্টেশন গুলোতে পেট্রোল ও অকটেনের যে তীব্র সংকট ছিল তা কাটিয়ে অকটেন মিলছে এ খবর ছড়িয়ে পড়ায় ফ্লিলিং স্টেশন গুলোতে মোটরবাইক চালকদের উপচে পড়া ভিড় জমে উঠেছে।
মির্জা পাম্পে অকটেন নিতে গিয়ে এ দৃশ্য চোখে পড়ে। এতে করে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মালিকদের ভোগান্তি কিছুটা হলেও কমেছে।
জানা যায়, গত এক সপ্তাহ থেকে জেলার প্রায় বেশিরভাগ প্রেট্রোল পাম্পগুলোতে তেল ও অকটেন সরবরাহ বন্ধ ছিল। এর কারণ হিসেবে স্টেশন মালিকেরা বলেন,ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পৌর শহরের মাইক্রো চালক সুজন ইসলাম বলেন, আমার গাড়ি পেট্রোল বা অকটেন দিয়ে চলে। গাড়ি ভাড়াতে চালিয়ে সংসার চালাই। কিন্তু কয়েকদিন থেকে পেট্রোল ও অকটেন না পাওয়ায় গাড়ি বের করতে পারছি না।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত