মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদবিল ইমপেক্ট তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসান আলী (১৯)। তিনি চাঁদবিল গ্রামের লিটন আলীর ছেলে। অন্যজনের পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।
মেহেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা রুহুল আমিন জানান, হাসান আলীসহ দুজন বাইসাইকেল যোগে চাঁদবিল এলাকা থেকে প্রধান সড়ক হয়ে মাঠে ঘাস (গো খাদ্য) কাটার জন্য যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক মাগুড়া জেলার বাবুল হোসেনকে আটক ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) আব্দুর করিম জানান, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাকচালককে আটক, আলামত হিসেবে বাইসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।