কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলার টেকনাফ থানার আওতাধীন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেনকে মুঠোফোনে হুমকি-ধামকি,গালিগালাজ করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিক্ষুদ্ধ বক্তারা বলেন, বেআইনি তদবিরে রাজি না হওয়ায় ভূমিদস্যু কর্তৃক একটি তদন্ত কেন্দ্রের ইনচার্জকে এভাবে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং হুমকি দেওয়া দুঃখজনক। স্বৈরাচার আওয়ামী লীগের দালাল ভূমিদস্যুর বাংলার মাটিতে ঠাঁই হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বক্তরা।
ভূমিদস্যুর এমন কর্মকান্ডে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্টের কারণ হয়ে দেখা দিয়েছে বলে মনে করেন তারা।
বক্তব্য আরো রাখেন, বাহারছড়া ইউনিয়ন (উত্তর শাখা) বিএনপির আহবায়ক সাবের আহমদ, সদস্য সচিব মোহাম্মদ ইলিয়াস, টেকনাফ উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জালাল উদ্দীন, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মামুন অর রশিদ বাহাদুর, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন জয়, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক সোহেল রানা, মোহাম্মদ জোবায়ের, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক খালেকুজ্জামান বাহার প্রমুখ। ভূমিদস্যু বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরান পাড়ার মৃত আমীর হামজার ছেলে সাবেক মেম্বার মোক্তার আহমদের করা সিআর একটি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসেন। বাদী মোক্তার আহমেদ মামলার বিষয়ে বেআইনি তদবির করেছিল। এতে তদন্তকারী কর্মকর্তা বেআইনি তদবিরে রাজি না হওয়ায় মোক্তার আহমদ মুঠোফোনে হুমকি এবং গালি-গালাজ করে ইনচার্জকে। হুমকি, গালি-গালাজের বিষয়টি নিশ্চিত করেছেন ইনচার্জ দস্তগীর হোসেন।