কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া শিলখালী থেকে ৩০ লিটার চোলাই মদ-সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর ) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন শীলখালী কানেক্টিং রোডের মুখে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আব্দুল্লাহ (১৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দস্তগীর হোসেনের নেতৃত্বে একটা চৌকস টিম।
আটক আব্দুল্লাহ বাহারছড়া শামলাপুর নয়াপাড়ার নুর কবিরের ছেলে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: দস্তগীর হোসেন জানান, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানের একটি অংশ হিসেবে আমরা রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ লিটার চোলাই মদসহ আব্দুল্লাহ নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করি। আইনানুগ ব্যবস্থা শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বাহারছড়া এলাকার সাধারণ জনগণকে সাথে নিয়ে অল্প সময়ে এলাকার সকল অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারবো বলে আশা করছি বলে জানান ইনচার্জ দস্তগীর হোসেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত