

নিজস্ব প্রতিবেদক টেকনাফ : কক্সবাজার জেলার টেকনাফে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃত এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ছাত্রের নাম হাসান শরীফ (২৪)। তিনি টেকনাফ সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গত ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে হাসান শরীফ নিজ বাড়ি থেকে বের হয়ে টেকনাফ পৌরসভার মায়মুনা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে ছুরি দেখিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরিবার থেকে একাধিকবার খোঁজাখুঁজির পর না পেয়ে তার মা টেকনাফ মডেল থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন। পরে অপহরণকারীরা ভিকটিমের মায়ের ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।
ঘটনার পর ভিকটিমের পরিবার র্যাব-১৫ এর কাছে সহযোগিতা প্রার্থনা করলে, র্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলী পাড়ায় অভিযান চালায়। সেখানে কালুর বসতবাড়ি থেকে হাসান শরীফকে জীবিত উদ্ধার করা হয়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পরে ভিকটিমের পরিবার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
তিনি আরও জানান, সীমান্তবর্তী টেকনাফ এলাকায় অস্ত্র, মাদক, মানবপাচার ও অপহরণের মতো অপরাধ দমনে র্যাব-১৫ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ রোধে কার্যক্রম অব্যাহত থাকবে।


