হেলাল উদ্দিন, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে ঘুরে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, এটি বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে এসেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় এক নেতা।
আজ শনিবার সকাল থেকে টেকনাফ সমুদ্র সৈকত ও শাহ পরীর দ্বীপে সময় কাটাতে দেখা গেছে বিএনপি মহাসচিবকে। এসময় স্থানীয় নেতাকর্মীরা বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে এবং ছবি তুলতে দেখা যায়।
বিএনপি মহাসচিব টেকনাফ সমুদ্র সৈকতে অবস্থান করছে খবর পেয়ে দলের নেতাকর্মীদের নিয়ে সৈকতে ছুটে যান জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ও তার ছোটভাই সদর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান।
মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমাদের মহাসচিবের এই সফর নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মহাসচিব টেকনাফে পা রেখেছেন এ খবরে দলের নেতাকর্মীরা মহাসচিবকে এক নজর দেখতে ছুটে যায়। আমাদের নেতা মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। এ ছাড়াও সৈকতের জেলেদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। তিনি বিকেলে কক্সবাজার ফিরে গেছেন।