বহুমাত্রিক অভিজ্ঞতা হিসেবে টিভি স্ক্রিনে জিহ্বা দিয়ে খাবারের স্বাদ নিতে পারবেন দর্শকরা।
জাপানের এক অধ্যাপক তৈরি করেছেন প্রোটোটাইপ এই চেখে দেখার উপযোগী ‘টেলি-টেস্ট’ টিভি। এর নাম দেওয়া হয়েছে টেস্ট দ্য টিভি (টিটিটিভি)। এতে ব্যবহার করা হয়েছে ১০টি ভিন্ন স্বাদের ক্যানিস্টারের একটি ক্যারোজেল। এই ক্যারোজেল নির্দিষ্ট খাবারের স্বাদ তৈরি করে তা ছড়িয়ে দিতে পারে। এরপর স্বাদের নমুনাটি একটি ফ্ল্যাট টিভি স্ক্রিনে হাইজেনিক ফ্লিমে জমা হয়। দর্শক স্ক্রিনে মুখ লাগিয়ে বিশেষ ওই স্বাদ গ্রহণ করতে পারেন।
এ ব্যাপারে টিটিটিভির উদ্ভাবক জাপানের মেইজি ইউনিভার্সিটির অধ্যাপক হোমেই মিয়াশিতা বলেছেন, করোনা মহামারিতে বর্তমান বিশ্ব বিপর্যস্ত। এ সময় এ ধরনের প্রযুক্তি পণ্য বহির্বিশ্বের সঙ্গে মানুষের যোগাযোগকে আরও বাড়াতে সহায়তা করবে।
নিজের ঘরে বসেই দর্শকদের বিশ্বের যেকোনো স্থানের রেস্টুরেন্টের খাবার খাওয়ার অভিজ্ঞতা দেওয়াই ছিল এই টিভি তৈরির অন্যতম প্রধান লক্ষ্য।
অধ্যাপক মিয়াশিতা তার ৩০ জন শিক্ষার্থীর একটি দল নিয়ে গত এক বছরের চেষ্টায় এই টিভি বানাতে সক্ষম হয়েছেন। এর বাজার মূল্য ধরা হয়েছে ৮২৭ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৫ হাজার টাকার বেশি)।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত