বিনামূল্যে লন্ডনে ফ্ল্যাট উপহার পাওয়ার খবর প্রকাশের পর চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার (৭ জানুয়ারি) টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করতে হতে পারে।
টেলিগ্রাফ ইন্ডিয়া জানায়, টিউলিপ সিদ্দিক চীনে সরকারি সফরের জন্য প্রতিনিধি দলের সঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে চীন সফরে না গিয়ে যুক্তরাজ্যেই থাকতে বলা হয়েছে। এখন তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর তদন্তের মুখোমুখি হতে হবে টিউলিপকে।
এ বিষয়ে যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, টিউলিপের সম্পদ অর্জনের বিষয়টি এখনই প্রকাশ করা উচিত। তার খালার দুর্নীতি থেকে এই সম্পদ এসেছে কিনা সেটি তদন্ত করা উচিত।
টিউলিপ সিদ্দিকের পদত্যাগের চাপ দিন দিন বাড়ছে, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের প্রতি সমর্থন জানিয়েছেন।
এদিকে, টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন। এক চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন, যেখানে তার আর্থিক অবস্থা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তিনি দাবি করেছেন, এসবের অনেক কিছু সঠিক নয়।
টিউলিপ আরও লিখেছেন, “আমি কিছু ভুল করিনি, তবে সন্দেহ এড়াতে, আমি চাই আপনি স্বাধীনভাবে এই বিষয়গুলো নিয়ে সত্যিটা সামনে আনবেন।”
এর আগে, ৫ জানুয়ারি ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকায় টিউলিপ সিদ্দিকের মালিকানায় একটি ফ্ল্যাট রয়েছে। ২০০৪ সালে তাকে বিনা মূল্যে ফ্ল্যাটটি দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী, যিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
পরবর্তী সময়ে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস জানায়, লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোনকেও বিনা মূল্যে আরেকটি ফ্ল্যাট দিয়েছিলেন মঈন গনি নামের এক আইনজীবী। এর পাশাপাশি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ফ্ল্যাটে টিউলিপ ও তার পরিবারের বসবাসের খবর পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত