টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখিপুরে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সখিপুর থানা পুলিশ। ওই ব্যবসায়ির নাম আব্দুস সালাম (৪৮)। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের এক লেবু বাগান থেকে তার গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুস সালাম চকচকিয়া শ্রীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার ।
পুলিশ সূত্রে জানা গেছে ,২২ জানুয়ারি বুধবার রাত ১০ টার দিকে বাড়ি ফিরার উদ্দেশ্যে তিনি তার দোকান বন্ধ করেন। কিন্তু রাত গড়িয়ে সকাল হলেও তিনি বাড়ি না আসায় স্বজনরা তার খোঁজ শুরু করেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুইশ মিটার দূরে একটি লেবুর বাগানে তার জবাই করা মরদেহ দেখতে পায় স্বজনেরা। এঘটনায় এলাকায় চাঞ্চলতার সৃষ্টি হয়।
নিহতের স্ত্রী বাছাতন বেগম জানান , আমার স্বামী দোকান ব্যবসা বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পর আজ সকালে আমাদের লেবু বাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়ওয়ায় আমরা ভয়ের মধ্যে আছি।
এঘটনায় সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদ্ঘাটন করে আসামিদের গ্রেফতারের ব্যবস্থা করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত