টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো ছয়জন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা- ময়মনসিংহ লিংক রোডে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক চারজন নিহত হয়। গুরুতর আহত ছয়জনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক নিহত ও আহত কারো পরিচয় পাওয়া যায়নি। নিহতদেরকে মর্গে রাখা হয়েছ।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নান্নু খান জানান, ‘রাত সাড়ে বারোটা বা একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা- ময়মনসিংহ লিংক রোডে পৌঁছলে কালিহাতী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হয় ৬ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে বৃষ্টি ও এ দূর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সল্লা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অপর দিকে এ রিপোর্ট লেখা
পর্যন্ত আহত ও নিহতদের পরিচয় সনাক্তের জন্য কাজ করছে পুলিশ। স্বজনের সন্ধান পেলেই আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত