আলকামা সিকদার, টাঙ্গাইল থেকে :
টাঙ্গাইলের ঘাটাইল ও মধুপুর উপজেলায় আলাদা আলাদা ভাবে আটিয়া বন অধ্যাদেশ ১৯৮২ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল উপজেলার পূর্বাঞ্চলের সাতটি ইউনিয়নে বন বিভাগের জায়গায় বাড়ী ঘর করে শত শত বছর ধরে বসবাস করে আসছে সাধারণ ভূমিহীন নাগরিকেরা।
বন বিভাগের ১৯৮২ সালের করা আইনের বলে বর্তমানে অন্তবর্তীকালিন সরকার তার বন ভূমিকে জবরদখলকারিদের হাত থেকে উদ্ধারের জন্য গত কয়েকদিন যাবৎ মাইকিং করে আসছে। এরই ধারাবাহিকতায় বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ঐ সকল সুবিধা ভোগী নাগরিকদের বাড়িতে গিয়ে বনের জমি ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করছে। আর জমি না ছাড়লে বাড়ির মালিকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াসহ বিভিন্ন ভাবে হয়রানির অপচেষ্টা চালালাম রয়েছে। তারই প্রতিবাদে ৩০ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার ধলাপাড়া বাজারে বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে ধলাপাড়া-সাগরদিগী রোড়ের দুপাশ দিয়ে দাঁড়িয়ে শত শত নারী পুরুষ এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশ নেয়।
মানববন্ধনে সমবেত মানুষ পরে ধলাপাড়া চন্দন গণ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে একত্রিত হলে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঘাটাইল বিএনপির সাংগঠনিক অভিভাবক এ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা যুবদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন বুলবুল, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম শহীদ, লক্ষিন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি জসীমউদ্দিন চৌধুরী ও ভুক্তভোগী কয়েকজন নারী ও পুরুষ।
এ সময় সাতটি ইউনিয়ন থেকে আগত ভুক্তভোগীরা ছাড়াও সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করে বন বিভাগের এমন কাজের বিরোধিতা করে এ সমাবেশ অংশ গ্রহণ করেন।
অপরদিকে মধুপুর উপজেলায়ও একই বিষয়ে কর্মসূচি পালন করছে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠন। বিকেলে মধুপুর উপজেলার অড়ণখোলা ইউনিয়নের জলছত্র পঁচিশ মাইল বাজারে বন বিভাগের এমন অমানবিক সিদ্ধান্তের প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসিম সরকার,কাবিল উদ্দিন, আমরাফুল আলম মিয়া বাচ্চু, মো. ওবায়দুল্লাহ, এ্যাডভোকেট জনজেত্রা প্রমূখ।
উক্ত সমাবেশে বক্তারা বলেন, বন বিভাগ একবার জনসাধারণকে বসবাসের অনুমতি দিয়ে আবার তাদের সাথে যে তালবাহানা করছে এটা অমানবিক কাজ। তাই আমরা এ সমাবেশ থেকে বন বিভাগের এমন অমানবিক সিদ্ধান্তের তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানাই। যাতে অনতি বিলম্বে বন বিভাগ ও সরকার তাদের এ সিদ্ধান্ত থেকে সরে আসে।