টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত আদেশে তাদের অব্যাহতি প্রদান করা হয়।
আদেশে বলা হয়েছে, “শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়ারি অপরাহ্ণ হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।”
এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করেছে বলে জানা গেছে।
পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেওয়া হয়। বাকী ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছেলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে ১২ জানুয়ারি করা হয়।
অব্যাহতি পাওয়া কনস্টেবলরা অভিযোগ করে বলেন, “১৯১দিন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পাসিং প্যারেড হওয়ার কথা থাকলেও সেটির তারিখ পরিবর্তন করা হয়েছে। আজকে হঠাৎ করে অব্যাহতির চিঠি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ না করেও আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে।”
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সাহেদ মিয়া বলেন, “এই বিষয়ে পুলিশ হেডকোয়াটার ছাড়া আমরা কোনো বক্তব্য দিতে পারবো না।”
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত