টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ দর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে কাভার্ডভ্যানের চালক। আহত ওই চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো: আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। এবং অন্যান্য হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা ফায়ারসার্ভিস ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ারসার্ভিস খবর পেয়ে আধাঘন্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়। এসময় ট্রাকে আটকা পড়া চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। আহত ও নিহত ২জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত