টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রিজার্ভ ফরেস্ট এলাকার বনাঞ্চলের ভিতরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি অবৈধ করাত কল জব্দ করে।
এ সময় করাত কলের সামনে সংরক্ষিত থাকা বনের কিছু শাল,গজারি কাঠ উদ্ধার করা হয়।
গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মধুপুর উপজেলার প্রশাসন।
বন বিভাগ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর নিয়মিত আদালত পরিচালনা ও অভিযানে এ অবৈধ করাত কল জব্দ ও কাঠ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বন বিভাগের একটি সূত্র।
বন বিভাগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে মধুপুর বন এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও বন বিভাগের সহায়তায় বিভিন্ন অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে দোখলা রেঞ্জের গিলাগাইছা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা আলাল উদ্দিনের করাত কলের কোন বৈধ কাগজ পত্র না থাকায় করাত কলের যন্ত্রাংশ খুলে ফেলা হয়। এ সময় করাত কলের সামনে সংরক্ষিত থাকা মধুপুর বনের কিছু শাল,গজারি কাঠ উদ্ধার করে অভিযানকারি দল। অভিযানের সময় করাত কলের মালিক শ্রমিক কাউকে পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে মিলের সাথে জড়িত সংশ্লিষ্টরা সটকে পড়ে।
বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বন বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে দোখলা রেঞ্জের আওতাধীন গিলাগাইছা এলাকায় আলাল উদ্দিনের করাত কলে অভিযান পরিচালনা করলে কোন লোকজন পাওয়া যায়নি। খবর পেয়ে সবাই পালিয়ে যায়। করাত কলের কোন বৈধ কাগজ পত্র না থাকায় মিলটি খুলে জব্দ করা হয় এবং মিলে থাকা গজারি কাঠ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সেনাবাহিনীর মধুপুরের দায়িত্বপ্রাপ্ত অফিসার,দোখলা রেঞ্জ কর্মকর্তা হামিদুল ইসলাম, রসুলপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন ও মধুপুর রেঞ্জ কর্মকর্তাসহ প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তা কর্মচারীরা অভিযানে অংশ নেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত