আলকামা সিকদার, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে ব্যাপক সারা ফেলেছে স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে ন্যায্য মূল্যের সবজি বিক্রয় কেন্দ্র। এ রকম একটি ব্যাতিক্রমি উদ্যোগে ক্রেতার ভীড় ব্যাপকহারে বেড়েই চলছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে মধুপুরসহ আশ-পাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।
২৭ অক্টোবর সোমবার সকালে মধুপুর বংশাই নদীর ব্রিজ পাড়ে মধুপুর স্বেচ্ছাসেবী ছাত্র সমাজের উদ্যোগে পরিচালিত এ ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।
বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া। বিক্রয় কেন্দ্রটি চালু হওয়ার পর থেকেই হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের পরিবারের মানুষ খুঁজে পেয়েছে আস্থার ঠিকানা। সময় বাড়ার সাথে সাথে বেড়ে চলছে বেচাকেনা।
১৭১ সদস্য বিশিষ্ট মধুপুর স্বেচ্ছাসেবী ছাত্রসমাজের আহবায়ক আইইউবিএটি শিক্ষার্থী মেহেদী হাসান শিশির জানান, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে কাঁচা বাজারসহ সকল বাজারদর অস্থিরতায় রয়েছে । এ দূরাবস্থা থেকে সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা ১২ রকমের টাটকা শাক সবজিসহ নিত্য প্রয়োজনী পন্য ন্যায্য মূলে বিক্রি করছি।
তিনি আরো জানান, আমাদের এখানে আলু, পেঁয়াজ, বেগুন, লাউ, কাঁচামরিচ, তেলসহ সকল সবজি পাওয়া যাচ্ছে। এখানে ডিম ৪৫ টাকা হালি, পিয়াজ ১১০ টাকা তেল, লবন, ডালসহ বিভিন্ন পণ্য ন্যয্য মূলে টাটকা শাকসবজি বিক্রি করছি। যা এ এলাকার বাজার দরের চেয়েও অনেক কম। তার কারণে এতো মানুষ হুমড়ি খেয়ে পরছে।
পরীক্ষামূলকভাবে প্রথম দিকে এ দোকান এক সপ্তাহ চালাব। জনগণ যেভাবে হুমড়ি খেয়ে পড়ছে। তাতে সবার সহযোগীতা পেলে নিজেরা আলোচনা করে এর সময়কাল ও পরিধি আরও বাড়ানোর চেষ্টা করব।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত