শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি:
"আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী থানা পুলিশের কনফারেন্স রুমে গতকাল সদ্য পদোন্নতিপ্রাপ্ত ধনবাড়ী থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ শহিদুল্লাহ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারহানা আফরোজ জেমি, সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, টাংগাইল।
এ সময় প্রধান অতিথি ফারহানা আফরোজ জেমি বিদায়ী কর্মকর্তা সম্পর্কে বলেন, "পেশাগত ক্ষেত্রে তিনি একজন অত্যন্ত দক্ষ, চৌকস ও মেধাবী পুলিশ কর্মকর্তা। আমরা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি"।
ধনবাড়ী থানার নবাগত ওসি মোঃ শহিদুল্লাহ বলেন, ধনবাড়ী উপজেলার আইন শৃংখলা সমন্বিত রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন। আমাদের বিদায়ী ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী। সকলের আন্তরিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলেন তিনি। চাকরী সূত্রে বদলি স্বাভাবিক একটি বিষয়। তারপরও ধনবাড়ী নানা তার অনেক সুন্দর স্মৃতি রয়ে যাবে, কথা বলার সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।
বিদায়ী ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী বলেন, সরকারি চাকরির স্বাভাবিক নিয়মের পরিক্রমায় আমি বদলি সূত্রে ধনবাড়ী ত্যাগ করছি। আমি নিঃসন্দেহে বলতে পারি ধনবাড়ী আমার ভাণ্ডারকে হ্রদ্য, সমৃদ্ধ করেছে, করেছে চির কৃতজ্ঞতায় আবদ্ধ। বিদায় বেলায় ধনবাড়ী মৃত্তিকা, মানুষ, প্রকৃতি সবকিছুই যেন পিছু ডেকে বলছে আমায়-হাসি দিয়ে যদি ডাকিলে তোমার, সারা জীবনের বেদনা; বিদায় বেলাও তবে হেসে যাও, ব্যথা পেয়ে আর কেঁদো না!
ধনবাড়ী বাসি আমাকে বিমোহিত করেছে, করেছে আলোকিত। ধনবাড়ী আমার স্মৃতিতে সতত ভাস্বর হয়ে থাকবে।
আমার সহকর্মীরা ছিল আমার প্রাণ আপনাদের সহযোগিতাই আমি আমার কঠিন কাজকে সহজ ভাবে করতে পেরেছি আপনাদের সবার প্রতি রইলো অসীম কৃতজ্ঞতা ও নিরন্তর শুভকামনা।
ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন বলেন, ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী এর কর্মজীবনের প্রতিটি মুহূর্ত ছিল সাহস, নিষ্ঠা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অটল, তিনি সর্বদা দুর্বলদের পাশে দাঁড়িয়েছেন এবং অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছেন।
আলোচনা শেষে বিদায়ী ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী কে ধনবাড়ী থানা পুলিশ, সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।