টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইল উপজেলে প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সন্মুখে মহান মুক্তিযুদ্ধের সময়ে বিজয়ের এই মাসে আজ ১০ ডিসেম্বর ঘাটাইল উপজেলা হানাদার মুক্ত দিবসের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্পনের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাঃ শারমিন ইসলাম এর সভাপতিত্বে মঙ্গলবার এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান মনির।
অপরদিকে ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পৃথক আলোচনা সভার আয়োজন করে । এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেদ করিম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, মোস্তাফিজুর রহমান মিঞ্জু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত