এম বুরহান উদ্দীন
ঝিনাইদহের শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার দুধসর ও বুধবার রাত ৮টার দিকে চড়িয়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শৈলকুপা পৌরসভার আউশিয়া গ্রামের জাকির মোল্লার ছেলে পিয়াস মোল্লা (২২) ও একই উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত চান্টু খানের ছেলে শাওন খান (৩০)।
আহত পার্থ কুমার (২১) উপজেলার অনন্ত বাদালশো গ্রামের প্রফুল্ল কুমারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকাল ৫টার দিকে মোটরসাইকেল আরোহী পিয়াস ও পার্থ ঝিনাইদহ থেকে শৈলকুপার উদ্দেশে রওনা হয়। পথের মধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রায়ণ প্রকল্প এলাকায় পৌঁছালে দ্রুত গতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় গুরুতর আহত দুইজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াসকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঠিকাদার ব্যবসায়ী শাওন খান মোটরসাইকেলযোগে বাড়ি থেকে চড়িয়ারবিল বাজারে আসছিলেন। পথে চড়িয়ারবিল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান। ট্রাক চাপায় শাওন খানের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত