মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দরজা সবার জন্য সব সময় উম্মুক্ত থাকবে বলে ওয়াদা করেছেন নব নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার নেতৃত্বাধীন পরিষদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আজ সকাল ১১ টার দিকে পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্বভার গ্রহণের এক অনুষ্ঠানে এ ওয়াদা করেন তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বভার গ্রহণের এ অনুষ্ঠানে নবগঠিত জেলা পরিষদের সদস্যবৃন্দ ও উপস্থিত সুধীমন্ডলীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন নব নিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। জেলা পরিষদ অত্র জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সকল সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে সচেষ্ট থাকবে বলে অঙ্গীকার করেন তিনি।
জিরুনা ত্রিপুরার নেতৃত্বাধীন পনেরো সদস্য বিশিষ্ট নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যবৃন্দ হচ্ছেন যথাক্রমে : ১) বঙগমিত্র চাকমা ২) অনিময় চাকমা ৩) নিটোল মনি চাকমা ৪) কংজপ্রু মারমা ৫) কুমার সুইচিং প্রু সাইন ৬) সাথোয়াই প্রু চৌধুরী ৭) ধনেশ্বর ত্রিপুরা ৮) শেফালিকা ত্রিপুরা ৯) প্রশান্ত কুমার ত্রিপুরা ১০) মো. শহিদুল ইসলাম (সুমন) ১১) প্রফেসর আবদুল লতিফ ১২) মো. মাহবুবুল আলম ১৩) জয়া ত্রিপুরা ও ১৪) এডভোকেট মনজিলা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে ১০ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টীটন খীসা।
সভায় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ সদস্যবৃন্দ যোগদান পত্রে স্বাক্ষরের মাধ্যমে পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সুশীল সমাজের প্রতিনিধিরা এবং গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত