ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান কাসেম সুলেইমানিসহ পাঁচ ইরানির মরদেহ শনিবার বিকেলে তেহরানে পৌঁছাবে। শুক্রবার বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের বরাতে পার্সটুডে জানায়: ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল সোলেইমানিসহ ইরানি শহীদদের মৃতদেহও কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন। এরপর শনিবার বিকেলেই তাদের মৃতদেহ তেহরানে নিয়ে আসা হবে।
পার্সটুডে জানায়, শুক্রবার বাগদাদে চালানো মার্কিন হামলায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে আইআরজিসি'র কমান্ডার কাসেম সুলেইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত