সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির সন্দেভাজন এক খুনিকে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। খালেদ আয়েধ আল-ওতাইবি নামের ওই ব্যক্তিকে প্যারিসের চার্লস ডে গলে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় পুলিশের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, আল-ওতাইবি সেই ২৬ জনের একজন, যাদেরকে খাশোগি হত্যার দায়ে খোঁজা হচ্ছে। আল-ওতাইবির বিরুদ্ধে তুরস্কে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং এই হত্যার অভিযোগে ইস্তাম্বুলে তার অনুপস্থিতিতে বিচার চলছে।
সৌদি আরবেও আইনজীবীরা খাসোগির হত্যার ঘটনার তদন্ত প্রক্রিয়ার অংশ হিসাবে আল-ওতাইবিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত তারা নেন।
সৌদি সরকারের কড়া সমালোচক খাসোগিকে ২০১৮ সালের অক্টোবর মাসে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতর হত্যা করা হয়। সেসময সৌদি আরব জানিয়েছিল ওয়াশিংটন পোস্টের এই সাবেক সাংবাদিক একদল গুপ্তচরের ‘বেপরোয়া অভিযান’এ নিহত হন। তাদের বক্তব্য ছিল ওই গুপ্তচরদের পাঠানো হয়েছিল খাসোগিকে সৌদি আরবে ফিরতে রাজি করনোর জন্য। কিন্তু তুরস্কের কর্মকর্তারা বলেন ওই গুপ্তচররা সৌদি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এই হত্যাকাণ্ড চালিয়েছে।
এই হত্যার ঘটনা বিশ্বজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল এবং এই ঘটনায় সৌদি আরবের পরোক্ষ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ধুলিসাৎ হয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত