যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর মাছ ছিনতাই করে বাজারে বিক্রির ঘটনায় উপজেলায় বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কার বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোরের মনিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, জামায়াত নেতা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে তারা তৎপর হন। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজিব নামের দুইজনকে চিহ্নিত করে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়েছে। মাহাবুব ও রাজিব বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর ঘের থেকে মাছ ধরে আলমসাধুতে করে তা বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হয়। তবে অভিযুক্তরা সেই মাছকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে বাজারে নিয়ে ৯১ হাজার টাকায় বিক্রি করেন।
পরবর্তীতে মাওলানা লিয়াকত আলী মনিরামপুর উপজেলা বিএনপির নেতাদের বিষয়টি জানান। এরপর অভিযুক্তরা মাছ বিক্রয়ের ৯১ হাজার টাকার মধ্যে ৮৯ হাজার টাকা মাওলানা লিয়াকত আলীকে ফেরত প্রদান করেন। উক্ত নেতিবাচক কার্যক্রমে জড়িত থাকার দায়ে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত