জামানত হারিয়ে জনগণকে জিলাপি খাওয়া বেইমান বললেন মেজর আখতার

36

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামানত হারিয়ে পাগলের প্রলাপ বকছেন বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, লক্ষ লক্ষ টাকার জিলাপি খেয়েও জনগণ ভোট দিতে আসলো না, মানুষ কত বড় বেইমান।

নির্বাচনের পর একথা বলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ওই বক্তব্য ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে মেজর আখতারকে বলতে শোনা যায়, জনগণ যদি ভোট না দেয় তাহলে লাখ লাখ টাকার জিলাপি খেল কেন? সাবান কেন নিলো? এই জনগণ ৫ বছরের জন্য শোষিত হওয়ার রায় দিয়েছে।

একপর্যায়ে তিনি বলেন, এই জনগণকে একপ্লেট খেতে দিয়ে পাছায় লাত্থি মারা উচিৎ।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণায় গিয়ে মেজর (অব.) আখতারুজ্জামান বলেছিলেন, আমি আজকে বিএনপির পতন ঠেকানোর জন্য আমার জীবনটা সামনে লেলিয়ে দিয়েছি। শুরু হবে টার্নিং পয়েন্ট ৭ জানুয়ারি থেকে। আমি বিএনপির পতনের ট্রাক থামাবো, ইনশাল্লাহ্। আমি ঘরে ঘুমিয়ে থাকলেও পাস করবো। এটাই রাজনৈতিক বাস্তবতা।

তবে সেই বাস্তবতা আর বাস্তব হয়নি। তিনি ভোটে গোহারা হেরেছেন। এমনকি হারিয়েছেন জামানতও। এরপর জনগণকে লাখ টাকার জিলাপি খাওয়ার খোটা দিয়ে বেইমান বলে পাছায় লাত্থি মারার কথা বলে পাগলের প্রলাপ বকলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।