জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির ওপর হামলা

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) এবং তার ভাই সানজিদের (১৯) ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহামুদ সানি অভিযোগ করে বলেন, ‘আমি তারাবি নামাজ পড়ে পুরাতন বাসস্ট্যান্ডে যাই। তখন একদল সন্ত্রাসী আমাকে মারধর ও কুপিয়ে জখম করে।’

এ সময় সন্ত্রাসীরা তার ভাই সানজিদকেও মারধর করে। এ হামলার সানির পিঠ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং সানজিদের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

হামলার খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ভাইকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. রাজীব পাইক জানান, আহতদের মধ্যে সানির শরীরে আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্টের মাধ্যমে তার আঘাতের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।