বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে মো. রাজ্জাক হাওলাদার নামের এক ব্যক্তির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, গাছ কাটা ও ক্ষেতের ধানের বীজ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে।
ররিবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই গ্রামের মৃত সেরজন আলীর দুই ছেলে মো. রাজ্জাক হাওলাদার (৬৩) ও চান মিয়া হাওলাদার(৬৯) মধ্যে দীর্ঘদিন ধরে বাবার পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। একাধিক বার মারামারির ঘটনাও ঘটেছে। যা নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ওই ঘটনার জেরে ধরেই চান মিয়া হাওলাদারের ছেলেরা রাজ্জাক হাওলাদারের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
ভুক্তভোগী রাজ্জাক হাওলাদার বলেন, চান মিয়া আমার আপন ভাই। সে আমার বাবার সম্পত্তির ভাগ আমাকে না দিয়ে একই ভোগ করতে চান। আমি ছেলে সন্তান নিয়ে যে ঘরে বসবাস করে আসছি সে ঘর থেকে উৎখাত করার পায়তারা করছেন। কয়েক দিন আগে আমাদের ওপর বহিরাহগত লোকজন নিয়ে হামলা করেছেন । হামলায় আমি ও আমার নাতিনী আহত হই। হামলার বিচার চেয়ে আমরা আদালতে মামলা করি। একারনে ক্ষিপ্ত হয়ে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। অসংখ্য কলাগাছ কেটে ফেলেছে এবং ক্ষেতের আমন ধানের বীজ উপড়ে ফেলেছে। আমি এ বিচার চাই।
এ বিষয়ে চান মিয়া হাওলাদার বলেন, সব মিথ্যা। আমরা কিছু করিনি।
বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত