স্বর্ণ পাওয়ার খবর শুনে যেখানে হুমরি খেয়ে উৎসুক জনতার ভিড় ছিল সেখানে আজ জনশুণ্য।
আইনশৃংখলা অবনতির শংকায় ১৪৪ ধারা জারির পর থেকে এখন এমন চিত্র। সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্যদের। টাংঙ্গীয়ে দেয়া হয়েছে লাল কাপড়। ইট ভাটা মালিক কর্তৃপক্ষ সেখানকার মাটি সরিয়ে ইট প্রস্তুত করছেন।
গুজবের এমন খবরে এখন আর আসছেন না কেউ। আবার কেউ কেউ আসলেও দুর থেকে দেখেই ফিরে যাচ্ছেন। তবে সেখানে কিছু গণমাধ্যমকর্মী উপস্থিত হলে তারাসহ স্থানীয়রা জানান।
আর আলোচিত এমন খবরটি গুজব বলে বরাবারের মতো ব্যাখা দেন ইট ভাটার ম্যানেজার আসাদুজ্জামান লিটন। দীর্ঘ দিন ধরে আলোচনায় উঠে আসা খবরের বিষয়টি পর্যালোচনা করে কার্যত পদক্ষেপ নিয়েছেন বলে জানান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। তিনি বলেন এটি সত্যিকার অর্থে গুজব। তাই কাউকে বিভ্রান্ত না হওয়ার কথাও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত