বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোই ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার উত্তর দাশপাড়া গ্রামের মৌলভী বাড়িতে এঘটনা ঘটে। নিহতের নাম মো. রুহুল আমিন(৪৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মৌলভীর ছেলে মো. রুহুল আমিন(৫২) ও মো. রেজাউল। পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। সোমবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে এনিয়ে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে কুপিয়ে জখম করে। এতে ছোট ভাই রেজাউলের কোপের আঘাতে বড় ভাই রুহুল আমিনের দেহের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার শুরুর আগেই রুহুল আমিন মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: দিবা দেবনাথ বলেন, নিহতের বুকের একাধিক স্থানে গুরুতর জখম হয়। এতে ফুসফুস ক্ষত হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শুরুর আগেই তিনি মারা যান।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত