ছাত্রদল কমিটি ঘিরে উত্তেজনা, ছাত্রলীগের পথে হাঁটছে না তো ছাত্রদল? কি বলেন বৈষম্যবিরোধীরা

সম্প্রতি রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন এসব কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা দিয়েছেন পদবঞ্চিতরা। যা নিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে এখন পর্যন্ত শোডাউন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে বৈষম্যবিরোধীরা ছাত্র আন্দোলন। ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলেজগুলোর কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও কবি নজরুল কলেজসহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল (মঙ্গলবার) থেকে তুমুল অস্থিরতা বিরাজ করছে। ইতোমধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি শো-ডাউনে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছে। একই ঘটনার সূত্র ধরে কলেজগুলোর আশেপাশের এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে কলেজগুলোর শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ অনিশ্চিত হয়ে পড়েছে।

এতে আরও বলা হয়েছে, কলেজগুলোতে ফ্যাসিবাদী আমলের মতো পুনরায় সংঘাতময় পরিস্থিতি দেখে ভীত হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এমন অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার নিরবচ্ছিন্ন পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের স্বাধীন চলাফেরায় বাধা প্রদানের বিপক্ষে। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে কোনোভাবেই সংঘাতময় পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা৷ একইসঙ্গে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কলেজগুলোর কর্তৃপক্ষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা মহানগরের চারটি শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ আরও পাঁচটি কলেজে আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিএনপির সহযোগী এ ছাত্র সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন।

এদিকে রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছেন ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথে হাটছে ছাত্রলদ।