চীন থেকে এসেছে কেনা ভ্যাকসিনের চালান

12

চীনের সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ করোনাভাইরাসের টিকা বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই টিকা রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ভোর পর্যন্ত তিনটি আলাদা ফ্লাইটে সিনোফার্মের ৩০ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছাবে।

এ নিয়ে তিনটি চালানে বাংলাদেশকে ৭০ লাখ টিকা পাঠাচ্ছে চীনের সিনোফার্ম। প্রথম দুই চালানের প্রতিটিতে ২০ লাখ করে বেইজিং থেকে ঢাকায় সিনোফার্মের টিকা পাঠানো হয়। সিনোফার্ম থেকে আরও ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ।