চট্রগ্রামে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭, আহত ৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (২ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানান, চট্টগ্রামমুখী যাত্রীবাহী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটি থামানোর চেষ্টা করলেও পারেননি। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পাঁচজন আহত হন।

দোহাজারী হাইওয়ে থানার এসআই মনজুর হোসেন বলেন, কক্সবাজারগামী মাইক্রোবাসটির সঙ্গে চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাস আরোহী সাতজনের মৃত্যু হয়। তিনজন আহত হন।

মনজুর হোসেন বলেন, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছেন। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।