মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম ব্যুরো
পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক সীতাকুন্ড থানার মামলা নং-১৪, তাং-১৬/১২/২০২৪ ইং, ধারা-৪০৭/৪২০/৪১১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। আসামী মোহাম্মদ নাঈম উদ্দীন নয়ন (২৫), পিতা-মোহাম্মদ নিজাম উদ্দীন, সাং-খাজা রোড, থানা-চান্দগাঁও, সিএমপি, চট্টগ্রাম, ২। জাকির হোসেন (৫২), পিতা-আব্দুল লতিফ পাটোয়ারী, সাং-জুতি টায়ার হাউজ, ডি.টি রোড, কদমতলী, থানা-ডবলমুরিং, জেলা-সিএমপি, চট্টগ্রাম, ৩। নুর মুহাম্মদ তাসপিন (৩১), পিতা-মৃত আব্দুল ওয়াদুদ, সাং-১১/২ দেওয়ান বাজার, সিএন্ডবি কলোনী, দিদার মার্কেট এর পিছনে, থানা-কোতোয়ালী, সিএমপি, চট্টগ্রাম ও সন্দিগ্ধ অপর আসামী ৪। শেখ আবু মুছা। পাবেল (৩৪), পিতা-মৃত মোঃ হানিফ, সাং-দেওয়ান বাজার, থানা-বাকলিয়া, সিএমপি, চট্টগ্রামদেরকে গ্রেফতার পূর্বক আসামী জাকির হোসেন ও নুর মুহাম্মদ তাসপিনদ্বয়ের দেওয়া তথ্য মোতাবেক আত্মসাৎকৃত ১৮৪ টি ছোট ও বড় সাইজের টায়ার উদ্ধার করা হয়।
বাদী মোঃ ফোরকান এর প্রতিষ্ঠান আলোকিত মাল্টি লিমিটেড চায়না হতে থ্রি হুইলার এর পার্টস আমদানী করেন। আমদানীকৃত থ্রি হুইলার পার্টস যথাক্রমে-হুইল, মোটর, ডিপেন্সিয়াল, চার্জার সমূহ চট্টগ্রাম বন্দর হতে সিলগালা অবস্থায় ৩৬ (ছত্রিশ) টি কভার্ড ভ্যান যোগে গত ০৮/১১/২০২৪ ইং তারিখ ২১:৩০ ঘটিকার সময় এবং গত ০৩/১২/২০২৪ ইং তারিখ ২২:০০ ঘটিকার সময় বাদীদের ফ্যাক্টরী গাজীপুর শালনা পোড়া বাড়ি ডিপোতে পৌঁছানোর পরে এলসির তালিকা অনুযায়ী আমদানীকৃত ১০ কোটি টাকার মালামালের মধ্যে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্য মানের (১৯৩ পিস হুইল, ১১ পিস মোটর, ১৭১ পিস ডিপেন্সিয়াল, ১১৬ পিস চার্জার, ১৭ সেট স্প্রিন) মালামাল ঘাটতি রয়েছে। উল্লেখিত মালামাল সমূহ বাদীদের ফ্যাক্টরীতে নিয়ে যাওয়ার পথে সীতাকুন্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় গাড়ি থামিয়ে ড্রাইভার হেলপারের সহযোগিতায় অজ্ঞাতনামা প্রতারক চক্র বিশেষ কৌশলে গাড়ির সীলগালা অক্ষত রেখে মালামাল সমূহ আত্মসাৎ করেছে মর্মে বাদী তথ্য পায়। পরবর্তীতে বাদী সীতাকুন্ড থানায় হাজির হয়ে এজাহারনামীয় আসামীগণ সহ অজ্ঞাতনামা ৮/১০ আসামী পরস্পরের সহায়তায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে বাদীর প্রতিষ্ঠানের পরিবহনকৃত মালামাল চুরি করেছে মর্মে সীতাকুন্ড থানায় একখানা এজাহার দায়ের করেন। বাদীর উক্তরূপ এজাহারের ভিত্তিতে অফিসার ইনচার্জ, সীতাকুন্ড খানা, চট্টগ্রাম সীতাকুন্ড থানার মামলা নং-১৪, তাং-১৬/১২/২০২৪ ইং, ধারা-৪০৭/৪২০/৪১১/৩৪ পেনাল কোড রুজু করেন। পিবিআই ছায়া তদন্ত অব্যাহত রাখে।
পিবিআই চট্টগ্রাম জেলা মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণের আদেশ পেয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্ত গ্রহণের ১২ ঘন্টার মধ্যে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় আসামী জাকির হোসেন ও নুর মুহাম্মদ তাসপিনদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের দেওয়া তথ্য মতে বাদীর প্রতিষ্ঠানের আমদানীকৃত কালো রংয়ের ৩-২৫-১৬ সাইজের ৮৯ টি টায়ার, কালো রংয়ের ২-৭৫-১৪ সাইজের ৯৫ টি টায়ার সহ সর্বমোট ১৮৪ টি ছোট ও বড় সাইজের টায়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মোতাবেক হেফাজতে গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য তারা অপারপর সহযোগী আসামীদের প্রতিনিধি হিসাবে বিশেষ কায়দায় সিলগালা অক্ষত রেখে মালামাল পরিবহনকারী কভার্ড হতে মালামাল সমূহ চুরি করে চোরাইকৃত মালামাল সমূহ গোপন স্থানে লুকিয়ে রেখে পরবর্তীতে নিজেদের মালামাল দাবী করে জাল জালিয়াতির মাধ্যমে ক্যাশমেমো প্রস্তুত করে তা খোলা বাজারে বিক্রয় করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ১। জাকির হোসেন, ২। নুর মুহাম্মদ তাসপিন, ৩। মোহাম্মদ নাঈম উদ্দীন নয়ন ও ৪। শেখ মোঃ আবু মুছা পাবেলদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত