৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি এক অভিযানে বিকেল সাড়ে ৫টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মোঃ আব্দুল হান্নান (৩৫)।
পুলিশ জানায়, ১০ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় এসআই(নিঃ) মোঃ বিল্লাল হোসেন থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিমেন্ট ক্রসিং মোহাম্মদ আলীশাহ রোড, হাজী হামদু মিয়া সোসাইটি গলি, পারভেজ বিল্ডিং এর সামনে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ আব্দুল হান্নান (৩৫) কে গ্রেফতার করে তাহার হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করেন।
জানা যায়, উদ্ধার ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান- ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা।
পুলিশ জানায়, এই সংক্রান্তে ইপিজেড থানার মামলা নং-০২, তারিখ-১০/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৬(১) সারণির ২৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত