চট্টগ্রামে ১৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা

রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসন থেকে বিভিন্ন দলের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রাম-৮ থেকে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, আওয়ামী লীগের নোমান আল মাহমুদ এমপি, স্বতন্ত্র প্রার্থী এম এ ছালাম (সিডিএ); চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়া উল হক সুমন স্বতন্ত্র প্রার্থী হয়ে জমা দেন, বিএনপি জোট ১০ থেকে মোঃ ফেরদৌস বশির (প্রগ্রতিশীল গণতান্ত্রিক ফোরাম) এবং আঃ লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু (নৌকা মার্কা)।

এছাড়া চট্টগ্রাম-৯ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল; ৫ থেকে সাবেক চাকসু ভিপি নাজিম উদ্দিন প্রগ্রতিশীল গণতন্ত্র ফোরাম, আঃ লীগের আব্দুস সালাম (নৌকা), ০৩- স্বন্দীপের মাহাফজুর রহমান মিতা এবং ১০ ও ১১ আসন থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাওলানা আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন জোবায়ের চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার দিবসের শেষ সময়ে আলোচিত চট্টগ্রাম -১১ আসনের এমপি এম এ লতিফ, স্বতন্ত্র প্রার্থী হাজী জিয়াউল হক সুমন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ এবং চট্টগ্রাম-১০ এ সাবেক সিটি মেয়র আলহাজ্ব এম মনজুর আলম, চট্রগ্রাম -১২ থেকে বর্তমান হুইপ সামশুল হক এবং ৮ থেকে জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, স্বতন্ত্র হিসেবে যুবলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু, ১০ থেকে জহির উদ্দিন রেজা শেষ দিকে জমা দিয়েছেন।

এছাড়াও চট্রগ্রাম-১ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃণমূল আওয়ামী লীগের পক্ষে গিয়াস উদ্দিন, চট্রগ্রাম ০২ থেকে নারী নেত্রী খাদিজা তুলে কোরবা সানি, সুপ্রিম পার্টি থেকে সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী, ৫ থেকে এড. মহসিন চৌধুরী, ৮ এ ইসলামী ফ্রন্টের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ৬ রাউজানে স,ম জাফর উল্লাহ, ১৬-তে আঃ মালেক আনসারী ইসলামী জোটের হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই নিউজ লিখা পর্যন্ত বিকেল সাড়ে চারটার মধ্যে আর কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।