চট্টগ্রামের আতুড়ার ডিপো এলাকায় ঝুট কাপড়ের কয়েকটি গুদাম আগুনে পুড়ে গেছে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ওই এলাকায় আগুন লাগার খবর পান তারা।
পরে আগ্রবাদ, বায়েজিদ বোস্তামি ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ১১টি গাড়ি সেখানে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শহীদুল ইসলাম বলেন, সকাল ৯টা দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় লাগতে পারে।
আতুড়ার ডিপো এলাকায় পোশাক কারখানার পরিত্যক্ত ঝুট কাপড়ের বেশ কিছু গুদাম রয়েছে। টিন শেড ও পাকা ঘর মিলিয়ে অন্তত পাঁচটি গুদাম আগুনে পুড়ে গেছে।
তবে কারও হতাহত হওয়ার কোনো তথ্য মেলেনি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।