চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে পেটানোর ঘটনায় এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত ওই নেতার নাম শহীদুল ইসলাম শহীদ। তিনি চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে সোমবার (০৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের রোষের মুখে পড়েন কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন। এ সময় সেখানে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মীও ছিলেন। একপর্যায়ে নেজামের কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলে তাকে মারধরও করা হয়।
নেজাম উদ্দিন কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট ও সর্বশেষ পটিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত