বাউফল প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। মঙ্গলবার দুপুরে উপজেলার কালিশুরী বাজার সংলগ্ন আলগী নদীর তীরে মুজিব বর্ষ আশ্রয়ণ প্রকল্পে ১১০টি সুবিধাভোগী পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী, সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, কালিশুরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো.নেছার উদ্দিন সিকদার প্রমূখ।
কম্বল বিতরণ শেষে জেলা প্রশাসক কুতুকুল আলম বলেন বলেন, কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। শীতের কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র দেওয়া হচ্ছে। জেলা প্রশাসন এসব শীতবস্ত্র অসহায়, অস্বচ্ছল ও গরীব মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করছে। তারই অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পে থাকা পরিবার গুলোর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফসার মো. বশির গাজী বলেন, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৮ হাজার কম্বল বিতরণ করা হবে। এতিমখানা, আশ্রয়ণ প্রকল্প, অস্বচ্ছল ও অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে বেশ কয়েকদিন ধরে স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্য এসব কম্বল বিতরণ কাজ চলছে। উপজেলা প্রশাসন এ কম্বল বিতরণ মনিটারিং করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত