গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর ফলে গুমবিরোধী আন্তর্জাতিক সংস্থাটিতে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হলো বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছেন প্রধান উপদেষ্টা।
২০ ডিসেম্বর, ২০০৬ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ বলবৎ বা জোরপূর্বক নিখোঁজ হওয়া থেকে সকল ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন গ্রহন করে। ফলে গুমের হাত থেকে সব নাগরিকদের রক্ষায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক গুমবিরোধী সনদ গৃহীত হয়।
বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশে সাত শর বেশি মানুষ গুম হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে ১৫০ জনের বেশি মানুষের খোঁজ এখনো পাওয়া যায়নি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর সরকারের ‘আয়নাঘর’ নামক গোপন কারাগার থেকে বেশ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত