গভীর রাতে বিএনপি অফিসে দুর্বৃত্তের আগুন

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ওই অফিসে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গতকাল শনিবার (৫ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে , গত ২০দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেট ঘর বিএনপি অস্থায়ী কার্যালয় হিসেবে ভাড়া নেন ইউনিয়ন বিএনপি। কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। রাত অড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ওই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ভেতরে থাকা আসবাপত্র সহ কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেন।
মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা আমরা জানিনা। সব দলের লোকজনই ওই অফিসে বসে। বিরোধী মতের লোকজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানানও তিনি ।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।