গোলাম মাহামুদ শাওন,বোরহানউদ্দিন প্রতিনিধি:- জামায়েত ইসলাম ক্ষমতায় যেতে এখন আওয়ামলীগকে সাথে নিয়ে পূর্নবাসন করতে মরিয়া। কিন্তুু এদেশে ফ্যাসিবাদের পুর্নবাসন কখনও সম্ভব নয়। তাই দেশের আর্থিক উন্নয়নের জন্য এবং দেশকে একটি সমৃদ্ধিশালী দেশ গড়তে নির্বাচিত সরকার প্রয়োজন। তাই আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক দেশে পরিনত করা প্রয়োজন।
শনিবার ভোলার বোরহানউদ্দিনে বিএনপি কার্যালয় মাঠে পৌর বিএনপি কর্তৃক আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্জ হাফিজ ইব্রাহিম এ কথা বলেন। পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী আকবর পিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভানেত্রী খালেদা খানম ,পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, সহ সভাপতি ফাইজুল ইসলাম,আ:রব হাওলাদার, যুগ্ন সম্পাদক ,সাহাবুদ্দিন বাচ্চু, পৌর মহিলা দলের আহবায়ক মাছুমা আক্তার, সদস্য সচিব শিরিন আক্তার, পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দিন মুন্সী, , যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম, সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল মাতাব্বর,সদস্য সচিব ফাহিম আহম্মেদ, পৌর শ্রমিক দলের আহবায়ক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রমৃখ।
পৌর বিএনপির যুগ্ন সম্পাদক বশির আহম্মেদ এর স্বাগত বক্তব্য রাখেন। পৌর বিএনপির যুগ্ন সম্পাদক বশির আহমেদ, যুবদলের আহবায়ক হেলালউদ্দিন মুন্সী, সদস্য সচিব আবু জাফর মৃধা, পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল অনুষ্ঠানটি সঞ্চালানা করেন। সভায় পৌর সভার ৯ টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্হিত ছিলেন।