করোনাভাইরাস পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হলেও তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, লিভার সিরোসিসে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়, প্রাথমিকভাবে এই চিকিৎসার জন্য তার যুক্তরাজ্যে যাওয়া প্রয়োজন।
তিনি বলেন, কোভিডের কারণে যেন তার নতুন করে জটিলতা সৃষ্টি না হয় সেজন্য মেডিকেল বোর্ড তাকে বাসায় রেখে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রতিদিনই কেউ না কেউ তার সার্বিক পরিস্থিতির রিপোর্ট নিচ্ছেন। এছাড়া পরীক্ষা নিরীক্ষা এখন যেটা নিয়মিত হচ্ছে সেটা অব্যাহত থাকবে।
খালেদা জিয়ার এই চিকিৎসক জানান, ওনার শরীরে এখন যেটা টিউমার আকারে ধরা পড়েছে সেটার যেমন জেনেটিক এনালাইসিস প্রয়োজন, ঠিক তেমনই উন্নত চিকিৎসার জন্য বিদেশে বিশেষ করে যুক্তরাজ্য বা আমেরিকায় নেওয়ার জন্য লিখিতভাবে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত