বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আশরাফ আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
রোববার সকালে গণমাধ্যমকে দেওয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী, শঙ্খলা-পরিপন্থী, অপরাধমুলক ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকালাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জেলা ছাত্রলীগ ও দলীয় সূত্রে জানা যায়, বহষ্কিৃত ছাত্রলীগ নেতা আশরাফ আহম্মেদ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের অনুসারী হিসেবে পরিচিত। আবদুল মোতালেব হাওলাদার বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসা দাবি করায় তাকে (মোতালেব হাওলাদার) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেন জেলা আওয়ামী লীগ সভাপতি। এতে ক্ষিপ্ত হয়ে বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফ ফেসবুকে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর হোসেনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি জেলা ছাত্রলীগের নজরে পড়লে তাকে বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত