খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড পরিবর্তন করায় ইউপি সদস্যকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে নীতিমালা বর্হিভূতভাবে দুঃস্থ ও অসহায়দের জন্য সরকারি খাদ্যবান্ধব কর্মসুচির নয়টি কার্ড পরিবর্তন করায় এক ইউপি সদস্যকে জরিমানা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোঃ শহীদুল ইসলামকে এ জরিমানা করা হয়।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন priyodesh news কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিতরণ করা হয়। বিষয়টি পরিদর্শনে বের হন ইউএনও। এসময় সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৯টি কার্ড নীতিমালা বর্হিভূতভাবে পরিবর্তন করায় ওয়ার্ড মেম্বার মোঃ শহীদুল ইসলামকে সরকারি নির্দেশনা অমান্য করায় ১০০০ টাকা জরিমানা করেন তিনি।

এছাড়াও এসময় তিনি সেই পুরানো কার্ড বহাল রাখার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের নতুন করে পরিবর্তনকৃত সকল কার্ডের বিষয়ে রিপোর্ট দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেন।

এসময় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।